
পৃথিবীর সব নাকি হাসি গানে ভরপুর
সব নাকি সুন্দর, আনন্দময়
আমি তো যেদিকে যাই দুর্গম বন্ধুর
পাহাড়ি সে পথ শুধু প্রস্তরময়।
ঝরে পড়া অশ্রুতে খুঁজে ফের সুখ আর
ঝরে পড়া রক্তে গোলাপের লাল,
আমি তো সেখানে দেখি হৃদয়ের সংসার
ভেঙে গেছে, ছিঁড়ে গেছে মমতার জাল
বৃষ্টিতে খুঁজে পাও নূপুরের ছন্দ
আমি তাতে খুঁজে পাই বিরহের সুর,
জোসনাত খুঁজে পাও চাঁদের আনন্দ
আমি দেখি চাঁদ সে তো দূর বহু দূর।
আমি শুধু দেখে যাই তোমার কল্পনায়
কত রং কত রূপ আর কত সুর,
আক্ষেপে কেটে যায় রাত-দিন-সন্ধ্যার
প্রতিটি সময় আর প্রতিটি দুপুর।
আমি যদি পারতাম তোমার মতন করে
দুঃখকে সুখ বলে মেনে নিতে আর,
ভুলে যেতে সব ব্যথা কবে কার জল ঝরে
ভুলে যেতে পেছনের সব হাহাকার!
কবিতার লিংক- আমি যদি পারতাম
এখানে আপনার মন্তব্য রেখে যান