
সবুজ মাঠ এবং শীতল ঝর্নাকে অতিক্রম করে
যখন আমি মরুভূমিকে দেখে বললাম-
‘কি নিষ্ঠুর রুক্ষতা তোমার বুকে!!
প্রখর রোদ্রতাপে তোমার বুকে যে আগুন-বালি
তা আমার পাকে পুড়িয়ে দেয়।’
সূর্য ডুবে যায় ……. অন্ধকারে ………..
‘উহ!! কি বরফ শীতল তোমার শরীর
আমার হৃৎপিন্ডটা জমে যাবে নাতো…!
এই রুক্ষতা এই শীতলতা
তুমি কেমন করে সহ্য করে আছো?
মরুভূমি আমাকে বলে-
মুহাম্মাদ সা. যার বুকে তার সহ্যক্ষমতা
জীবনের উত্তাপ আর মৃত্যুর শীতলতাকে হার মানায়;
আগুন আর বরফ সেখানে তুচ্ছ।
কবিতার লিংক- হৃদয়ে মুহাম্মাদ
এখানে আপনার মন্তব্য রেখে যান