
যখন হতাশা চোখের পর্দা হয়ে
পথ করে দেয় ঝাপসা অন্ধকার
তখন আশার কাশফুল ফুটে থাকে
পুরোনো বাড়ির জানালার কার্নিশে।
যখন স্বপ্ন বোমার বিস্ফোরণে
ক্ষত বিক্ষত দুপুরের রাজপথ
তখন সেপথ চিৎকার করে বলে-
স্বপ্ন অমর; ধ্বংস করবে কিসে?
যখন বেহালা কিংবা বাঁশীর সুরে
বাজে নিশীথের ঘুম পাড়ানোর গান
তখন ভোরের পাখির কণ্ঠে শুনি
চেতনার সুর প্রকৃতির মজলিশে।
যখন জীবন বন্দী খাঁচার পাখি
তখন মুক্তি ছোট্ট শিশুর বেশে
খুলে দেয় তার কবাট খেলার ছলে;
খুঁজে পাই পথ, খুঁজে পাই ফের দিশে।
মনে মনে বলি- জীবন থাকে না ফুলে,
সে থাকে তপ্ত পিচঢালা পথে মিশে।
কবিতার লিংক- যখন হতাশা চোখের পর্দা
এখানে আপনার মন্তব্য রেখে যান