মন তো এমন এক খাতা
যেই স্মৃতি ভুলে যেতে চাই
সেই স্মৃতি লেখে রাখে এমন কালিতে
কোনোদিন মোছা যায় না
ইরেজারে যতো বেশি ঘষি সেই স্মৃতি
ততই নিপূণ হয়ে ওঠে
যতবার চোখ বুজি দেখবোনা বলে
ততবার আরো বেশি স্পষ্ট হয়ে ফোটে।
মন তো এমন এক মহলের নাম
যেখানে তোমার বসবাস,
বার বার কেনো তুমি বের হয়ে আসো
ছুঁয়ে দাও আমার আকাশ??!!
ও আকাশ বড় বেশি নীল হয়ে যায়
বাস্তবতায় গড়মিল হয়ে যায়…
মন্তব্য করুন