
আমার স্বপ্ন খোলা জানালায় ভোরের সূর্য
আমার স্বপ্ন ফাগুনে আগুন কৃষ্ণচূড়ার লাল
আমার স্বপ্ন ভরা নদীটায় জোয়ার বেলায়
উথলিয়ে ওঠা ঢেউয়ের মতন ফুলে ফেঁপে উত্তাল
আমার স্বপ্ন ঘাসেদের বুকে ভোরের শিশির
আমার স্বপ্ন প্রজাপতিদের পাখার কোমল গুঁড়ো
আমার স্বপ্ন শিশিরের বুকে কাঁচা সোনা রোদ
আমার স্বপ্ন এভারেস্টের দুর্গমগিরি চুঁড়ো
আমার স্বপ্ন ছোট পাখিটার আকাশে উড়াল
আমার স্বপ্ন মধ্যরাতের রেল হুইসেল শুনে
ছুটন্ত বোন, জানালার ধারে অপলক চোখ
আমার স্বপ্ন একাকিত্বের সমাধি, প্রহর গুণে
আমার স্বপ্ন রংধুনকের রঙের বাহার
আমার স্বপ্ন দুর্বার ডালে ফড়িঙের ওড়াউড়ি
আমার স্বপ্ন একুশের সেই পিচঢালা পথ
আমার স্বপ্ন স্বাধীনতাকামী মানুষের মন ঘুড়ি।
কবিতার লিংক- আমার স্বপ্ন
এখানে আপনার মন্তব্য রেখে যান