অঝর বৃষ্টি হবে / সাইফ আলি

চোখ তুলে তাকাতেই গোধুলির তুলো তুলো মেঘ
আকাশ গড়িয়ে নামে টলটলে বৃষ্টির ফোটা
সূর্য রঙিন এক রংধনু একে দেয় দূরে
অভিমানী তাকিয়েছো কার চোখে বলো
কি ভীষন নিষ্ঠুর; অতল আবেগ…

আমি তো কাঙাল নদী চর জাগা চোখে
তাকিয়েই থাকি-
অঝর বৃষ্টি হবে;
বাধভাঙা তোমার জোয়ার
আমাকে ভাসিয়ে নিতে কতক্ষণ বাকি?
অঝর বৃষ্টি হবে বুকের ভিতর
আমি হবো লাজহীন ভয়াল ইতর…

এখানে আপনার মন্তব্য রেখে যান