বাষ্পের মতোই মুমূর্ষু ছায়ামন বাতাসের ভাঁজে
জীবনের সীমারেখা ছেপে
বিলীন হয় বিষণ্নতায়…
জীবনের জটিল রসায়ন কয়েকটি সমীকরণে বেঁধে
বোঝাতে চেও না আমাকে;
আমি এক অবুঝ কিশোর
ঘড়ির কাঁটার মাঝে জীবনকে বুঝতে শিখিনি।
সকালের কুয়াশাভেজা ঘাসে দেখেছি জীবন
দেখেছি মাতৃপায়রার দু’ঠোঁটের ভাঁজে,
দেখেছি শুকনো বাকলের পেটে সবুজ পাতায়;
শহরের ডাস্টবিন ঘিরে থাকা সারি সারি কাকের শরীরে
দেখেছি জীবন।
আমার সময়তো ট্রেনের মতো হুইসেল বাজিয়ে
স্টেশনের জানান দেয়নি কখোনো
আমার সময়তো যানজটে আটকে পড়া গাড়ির চাকার মতো নয়
আমার সময়তো নদীর মতো নয় যে
কিছুক্ষণ পরই মিশে যাবে সাগরের ভাঁজে…
আমার সময় শুধু সময়েরই মতো
সামান্য ব্যাটারি তাকে আটকে ফেলে না
ক্যালেন্ডারের পাতায় সে ঝুলে থাকেনি কখনো
অংকের মতো…
আমার সময় শুধু আমার নিঃশ্বাস
হঠাৎ সে থেমে যাবে
চলবে ঘড়ির কাঁটা
বদল হবে ক্যালেন্ডার
শুধু থমকে দাঁড়িয়ে যাবে
আমার সময়, আমার জীবন
আমার মুমূর্ষু এ হৃদয়…
এখানে আপনার মন্তব্য রেখে যান