শয়তানের জন্য প্রার্থনা / আফসার নিজাম

হায় শয়তান!
তোর মৃত্যুর জন্য মহান প্রভুর কাছে প্রার্থনা করি।

আজরাইল যদি তোর মৃত্যুর পাতা ছিঁড়ার
হুকুম না পেয়ে থাকে
তা হলে প্রভুর কাছে প্রার্থনা
তোর ওপর বর্ষিত হোক
প্রেম ভালোবাসা এবঙ
নান্দনিক বিশ্বাসের নির্যাস

হায় শয়তান!
তোর জন্য প্রার্থনায়
আমার আর কীবা বলার আছে?

এখানে আপনার মন্তব্য রেখে যান