এ মাটি কত উর্বর
তা কে জানে
আমি ছাড়া
আমি এ মাটিতে
বানিয়েছি ঘর
বুনেছি ধানের চারা
এ মাটি কত উর্বর
তা কে জানে
আমি ছাড়া
এ মাটিতে নেই
আমার অবুঝ ছেলে বেলা
নেই কৈশরের হেলা ফেলা
এ মাটিতে মিশে আছে
প্রথম যৌবন
আমার তারুণ্য
যা তোমার রূপরস থেকে
আস্বাদন করেছি গোপনে
আর বেড়ে উঠেছি বটের মত
দিনমান সারা
এ মাটি কত উর্বর
তা কে জানে
আমি ছাড়া।
মন্তব্য করুন