দৃষ্টিভ্রম / সাইফ আলি

অমানবিক কোমল তসবির তোমার
ভেসে থাকে মেঘের মুলুকে
কালোকেশি ঝড় আসে, বৃষ্টি হয়
ঝরে পড়ে শফেদ বরফ…

আর,
সেই শীলাবৃষ্টিতে ভিজে
একাকার কাকের মতো আমি
অবাক বিষ্ময়ে বারবার
করি আবিষ্কার-

এলোকেশী মেঘদলে তোমার প্রতিকৃতি
ঝাপশা-ঘোলা-অস্পষ্ট
অথচ কি বাস্তব
কি নিপূণ সুক্ষতায় ধরা দেয়
আমার দু’চোখে –

নিজেকে বোঝাই-
এ তোমার দৃষ্টিভ্রম
এ তোমার ভ্রান্ত কল্পনা মাত্র

পরক্ষণেই জবাব আসে ভেসে-
তবে দৃষ্টিভ্রম নিত্য সঙ্গী হোক
কল্পনা বেঁচে থাক অনন্তকাল…

এখানে আপনার মন্তব্য রেখে যান