সে / সায়ীদ আবুবকর

১.
সে ছিলো ফুলের মত কিংবা ফুলেরা তার মতো দেখতে
সে ছিলো নদীর মতো কিংবা নদীরা তার মতো দেখতে
সে ছিলো তারার মতো কিংবা তারারা তার মতো দেখতে
২.
সে কাঁদলে মনে হতো এক মেঘ বর্ষা ঝরেছে ঝরঝর
সে হাসলে মনে হতো এক আকাশ চাঁদোয়া ছড়িয়ে পড়েছে পৃথিবীতে
৩.
সে ময়ূরীর চোখ ধার নিয়ে চেয়ে চেয়ে থাকতো প্রতিদিন
কিংবা তারই চোখ ধার নিয়ে চেয়ে চেয়ে থাকতো ময়ূরীরা
সে বঙ্গোপসাগর চোখে নিয়ে চেয়ে চেয়ে থাকতো প্রতিদিন
কিংবা তারই চোখ চোখে নিয়ে চেয়ে চেয়ে থাকতো বঙ্গোপসাগর

ফৌজদারহাট
১৯৯৯

এখানে আপনার মন্তব্য রেখে যান