আনন্দ / সায়ীদ আবুবকর

নদীর আনন্দ এই-
নদীরা নূপুর পায়ে নর্তকীর মতো
নাচতে নাচতে নাচতে নাচতে
সমুদ্রে মিশে যায়
পাখির আনন্দ এই-
পাখিরা হৃদয় খুলে হৃদয়ের সব গান
বুনে দেয় কৃষকের মতো
পৃথিবীর রোমকূপে-কূপে, শিরায় শিরায়

ফুলের আনন্দ এই-
ফুলেরা বৃষ্টির মতো
বাতাসের রন্ধ্রে রন্ধ্রে
ছড়ায় সুবাস
ঘাসের আনন্দ এই-
আকাশের সমস্ত শিশির
ভালবেসে সমস্ত শরীরে
চুপচাপ মেখে নেয় ঘাস

তোমার আনন্দ কি গো এই-
আমাকে মাতাল করে
অসহ্য বিচ্ছেদে চিরকাল
জ্বালাবে পোড়াবে আমাকেই?

বিনোদপুর
৩১.১০.১৯৯৪

এখানে আপনার মন্তব্য রেখে যান