ধানের তরুণ চারা
বেড়ে ওঠে নরম কাদায়
সে কাদায় আজো এই পা’র
লেগে আছে ছাপ।
নারীর নরম দেহ
পরখ করেছে এই নির্লজ্জ দু’হাত
চেয়ে দেখো-
এই তার পাপ।
বাপ-দাদা চাষা ছিলো তাই
সত্যিকারের চাষার বাচ্চা আমি
মাটির গভীরে গাঁথি লাঙলের ফলা
অতঃপর বীজ বুনে দিই।
এইতো সেদিন
শহরের বড়বাবু ডেকে বললেন-
এ দেহে মাটির গন্ধ, লাগেনি খারাপ।
নারীর নরম দেহ
এবং মাটির
একই তো কথা
বীজ বুনে দিলে
ফলবে ফসল।
তবে এই মাটি
আমার বউয়ের মতো প্রিয়;
এ দেহে মাটির গন্ধ বলে তুমি
যতো খুশি ধিক্কার দিও।
এখানে আপনার মন্তব্য রেখে যান