প্রেম অপ্রেমের ব্যাবধানে / জাহিদুল ইসলাম

আমার মলিন চুল নিয়ে তুমিও হেসেছো
শুকনো ঠোঁট দেখে উপহাস করেছো কতই
চোখের নিচে কালি পরেছে
তুমি তাকে সানিলীয়নের আশীর্বাদ বলে আখ্যা দিলে

না বন্ধু না
এভাবে বলো না
পৃথিবী সবাইকেই  উজাড় করে দিয়েছে
শুধু সময়ের ব্যাবধানে

তুমিও তো এক নদী
সব নদী সাগরের সন্ধান পায় না, জানো-তো তা!
এ আমার অভিশাপ নয়
বোতাম আটা বেদনা  নয়
এ হল পৃথিবীর নিয়ম
প্রেমে পড়লে তোমার চুলেও কাকের বাসা হবে
ড্রেসিং ট্রেবিলে রাখা  ক্রীমগুলো কৌটাতেই পড়ে রবে
শুধু তোমার সময় নেই নিজেকে  কৃত্রিমতায় সাজাতে

তুমি যেদিন সত্যিকারের প্রেমে পড়বে
সেদিন এই আমাকেই তোমার ঈশ্বর মনে হবে।

এখানে আপনার মন্তব্য রেখে যান