এক থোকা ফুল এনে / সাইফ আলি

এক থোকা ফুল এনে / সাইফ আলি
বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০১১

এক থোকা ফুল এনে বলব না সুখী হও আজকের দিনে
বলব না বেঁচে থাকো অনন্তকাল,
বাগানের সব ফুল যত ভালবাসা পায় সবটুকু এনে
বলব এমন হোক প্রতিটি সকাল।

যদি নীল সাগরের তীরে
ঝিনুকের খোলসের ভিড়ে
পাওয়া যায় একখানি মুক্তার দানা,

ছোট হোক তাই এনে দেব
হীন বল তাই মেনে নেব
মেকি মুক্তার মালা তোমায় দেব না।

তাও যদি হয় মিছে আশা
বুক ভরা দেব ভালবাসা
মিথ্যে আশার আলো কভু দেখাব না।

এক থোকা ফুল এনে বলব না সুখি হও আজকের দিনে
বলব না বেঁচে থাকো অনন্তকাল,
বাগানের সব ফুল যত ভালবাসা পায় সবটুকু এনে
বলব এমন হোক প্রতিটি সকাল।

কবিতার লিংক

এখানে আপনার মন্তব্য রেখে যান