চিলেকোঠার ছাদে উঠে দিগম্বর আকাশ না দেখলে হৃদয় হয় না আকাশের মতো
এই ভেবে চিলেকোঠার ছাদে উঠে হাঁ-করে আকাশ দেখতাম একদিন
এবং ক্ষুধার্ত হাঁসের মতোই গিলতে গিলতে আপদমস্তক গিলে ফেলে
আকাশ শামুক, বুকে হাত দিয়ে ভাবতাম :
এখন আকাশ এই বুক
আকাশ হৃদয়
সমুদ্রের কাছে গিয়ে থইথই সমুদ্র না দেখলে হৃদয় হয় না সমুদ্রের মতো
এই ভেবে সমুদ্রের কাছে গিয়ে হাঁ-করে সমুদ্র দেখতাম একদিন
এবং মুহূর্তে খানজাহান আলির অমর দিঘির অলৌকিক কুমিরের মতো
গিলতে গিলতে আপদমস্তক গিলে ফেলে সমুদ্র মোরগ, বুকে হাত দিয়ে ভাবতাম :
এখন সমুদ্র এই বুক
সমুদ্র হৃদয়
ভালবাসা থিয়েটারে তারপর একদিন থরথর দেখলাম তোমার দুচোখ
বুকের আগুনে তোমার, যৌবন রেখে, দাউদাউ দেখলাম প্রণয় আগুন
থরথর দুচোখ দেখেই হৃদয় আমার হয়ে গেল সমুদ্র অথই
দাউদাউ আগুন দেখেই হৃদয় আমার হয়ে গেল আকাশ অসীম
এখন তো আমি পৃথিবীকে বলি- রমণীর কাছে যাও
রমণীর ভালবাসা থইথই দুচোখ না দেখলে হৃদয় হয় না সমুদ্রের মতো
বুকের আগুনে তার, জ্বালানি যৌবন রেখে, না দেখলে দাউদাউ প্রণয় আগুন
হৃদয় হয় না আকাশের মতো
রামভদ্রপুর
৩০.৪.১৯৯৩
এখানে আপনার মন্তব্য রেখে যান