সাধ / জাহিদুল ইসলাম

দুই পয়সার কাপড়ে
দশ পয়সার শরীর ঢেকে
পৃথিবীকে অন্ধকার করে
রাখ কেন চাঁদ।

তোমার লাল নীল গহ্বর
ছুয়ে দেখার আমার
অনেক দিনের সাধ।

এখানে আপনার মন্তব্য রেখে যান