মধুচন্দ্রিকা / সায়ীদ আবুবকর

দুচোখে স্বপ্নেরা এসে করেছিল ভিড়
যেন এক অন্ধকার অরণ্য নিবিড়।

সুখেরা সর্বাঙ্গে এসে জুড়েছিল নাচ
যেমন উন্মত্ত ঝড়ে বেসামাল হয়ে নাচে সুপারির গাছ।

মুখে এসে ফুটেছিল সহস্র সূর্যাস্ত আর সূর্যোদয়-ভোর
যেন এক বৃন্তে ফোটা হাস্নাহেনা রক্তরাগ চামেলি টগর।

চোখ তার ঠোঁট তার এবং হৃদয়
ভালবাসি বলে বলে কেঁপে কেঁপে উঠে
রজনীর রন্ধ্রে রন্ধ্রে কুসুমের মতো
বারবার কড়ি ভেঙে উঠছিল ফুটে।

ফৌজদারহাট
২৮.৯.১৯৯৯

এখানে আপনার মন্তব্য রেখে যান