লাশ লাগে লাশ? / আলি মেসবাহ

লাশ লাগে লাশ?
বলো চাই কতো-
আরো চাই? আরো আছে
লাশ শত শত…

সাদা লাশ কালো লাশ
মন্দ ও ভালো লাশ
নামী লাশ দামী লাশ
স্বাধীনতাকামী লাশ
সস্তায় কেনা লাশ
বেওয়ারিশ, চেনা লাশ
লাশ আছে ঢের…
এই পথে যায় রোজ
মিছিল লাশের ।

কনক্রিটে চাপা লাশ
আর ফুলে ফাঁপা লাশ
ঠিকঠাক পোড়া লাশ
পলিপ্যাকে মোড়া লাশ
পিছ করে কাটা লাশ
কাঁটাতারে আঁটা লাশ
লাশ আছে ঢের…
সবচেয়ে বেশি আছে
লাশ স্বপ্নের।

এখানে আপনার মন্তব্য রেখে যান