অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠা স্বপ্নগুলো ক্রমাগত খুনী হতে চায়
ভুল প্রেমে কেটে যায় দিন, মাস এবং বছর
অথচ হে প্রণয়ীনি-
তোমারই জন্যে আমি প্রগতিবাদী হলাম
নিঃসংকোচে পাঠ করলাম শতাব্দীর শ্রেষ্ঠ প্রেমিকের জীবনী
কিন্তূ হায়,
স্বপ্নের দুর্বৃত্তায়ন ঠেকানো গেলোনা কিছুতেই…
০৯.০৫.১৬
এখানে আপনার মন্তব্য রেখে যান