এইযে সবুজ
ঘাসের চাদর
মা’য়ের কোলে-
শিশুর আদর
পাখির কুহু তান,
খোদার সেরা দান।।
দূর আকাশে
চাঁদ যে হাসে
ফুল ভরিয়ে-
দেয় সুবাসে
যার হুকুমে তিনি,
রাব্বুল আলামিনই।।
নিত্য প্রাতে
সূর্য ওঠে
সাগর পানে-
নদী ছোটে
পথ হারিয়ে যায়,
খোদার ইশারায়।।
এইযে সবুজ
ঘাসের চাদর
মা’য়ের কোলে-
শিশুর আদর
পাখির কুহু তান,
খোদার সেরা দান।।
দূর আকাশে
চাঁদ যে হাসে
ফুল ভরিয়ে-
দেয় সুবাসে
যার হুকুমে তিনি,
রাব্বুল আলামিনই।।
নিত্য প্রাতে
সূর্য ওঠে
সাগর পানে-
নদী ছোটে
পথ হারিয়ে যায়,
খোদার ইশারায়।।
এখানে আপনার মন্তব্য রেখে যান