যখন আমার নাম ধরে ডাকবে তুমি
প্রতীক্ষার খোলস ভেঙে বেড়িয়ে পড়বো তৎক্ষণাত
অনুভূতির সবটুকু সামর্থ্য দিয়ে স্পর্শ করার চেষ্টা করবো তোমাকেই
(আর আমার কন্ঠস্বরে প্রকম্পিত হবে সমস্ত আসমান)
: দেখা দাও প্রিয়তম
আড়ালে থেকো না আর
চেয়ে দেখ
অগনিত বন্ধুর পথ পাড়ি দিয়ে এসেছি এই আমি
অসংখ্য আঘাতের যন্ত্রনাকে অগ্রাহ্য করেছি কেবল
তোমাকেই ছুঁয়ে দেখবো বলে
চাই না এ সুপেয় শরাব
শুধু পর্দা সরাও একটিবার
পূর্ণ করো প্রেমিক হৃদয়
তারপর যেখানে ইচ্ছে নিক্ষেপ করো
আমিতো তোমাতেই বিলীন হয়েছি সেই কবে।
এখানে আপনার মন্তব্য রেখে যান