গাঁ থেকে গাঁয়ে তোমার রূপখ্যাতি রটে;
ও মেয়ে মায়ামহল, সুখের সদন,
এখানে দাঁড়াও এসে কবির নিকটে,
সলাজ ঘোমটা খুলে দেখাও বদন।
বক্ষের বসন খোলো, ও শুভ্র সুন্দরা,
কী রূপ রেখেছো, দেখি, লুকায়ে ওখানে;
জামদানি খুলে, মেয়ে, হও দিগম্বরা
দেখি, কী রূপ-পসরা ও-দেহ দোকানে।
রূপের ভাণ্ডার তুমি, নয় মিথ্যে কথা,
দেখলাম তোমার শ্রী মহামুগ্ধ নেত্রে;
তোমার তনুতে হাসে রূপের সভ্যতা,
অপরূপা তুমি, নেই সন্দেহ সেক্ষেত্রে।
কিন্তু এ কবির বক্ষে বাঁধতে যদি ঘর,
তাহলেই হতে তুমি সম্পূর্ণ সুন্দর।
বেলকাটি
১২.১.১৯৯৮
এখানে আপনার মন্তব্য রেখে যান