তরজমা: সায়ীদ আবুবকর
হে চাঁদমুখ প্রিয়তমা,
রোজার মাস এসে গেছে
টেবিল ঢেকে ফ্যালো
এবং খুলে দাও প্রশংসার পথ।
উপবাসের মাস এসে গেছে,
সম্রাটের ব্যানার এসে হাজির;
তোমার হাতকে গুটিয়ে নাও খাদ্য থেকে,
আত্মার টেবিল এসে হাজির।
আত্মা মুক্ত হয়ে গেছে বিচ্ছিন্নতা থেকে
এবং বেঁধে ফেলেছে প্রকৃতির হাত;
ভুলের হৃদয় পরাজিত হয়ে গেছে,
এসে গেছে বিশ্বাসের সৈন্যরা।
উপবাসই আমাদের কুরবানি,
এটাই আমাদের আত্মার প্রাণ;
এসো আমরা শরীরকে কুরবানি দেই
যেহেতু আত্মা এসেছে অতিথি হয়ে।
ধৈর্য হলো মিষ্টি মেঘ,
এখান থেকে বর্ষিত হয় জ্ঞান;
কারণ এটা এমনই এক ধৈর্যের মাস
যে-মাসে কোরআন অবতীর্ণ হয়েছিল।
তোমার হাত ধুয়ে ফ্যালো, ধুয়ে ফ্যালো মুখ,
তুমি খেয়োও না, কথাও বোলো না;
সেই কথা খোঁজো এবং খোঁজো সেই আহার
যা এসেছে নীরবতা পালনকারীদের কাছে।
এখানে আপনার মন্তব্য রেখে যান