অন্ধ-ঘুম / সাইফ আলি

বলুন দেখি সত্যিকারের
অন্ধ কারে কয়,
সব দেখেও দেখলো না যে
অন্ধ কি সে নয়??
ঘুমিয়ে থেকে ছাদ হারালো
এখন সে দায় নিবে কে?
হঠাৎ দেখে লুঙ্গিও নাই!!
ঘুমিয়ে ছিলো বিবেকে ।
বি দ্রঃ যারা সত্যটা জেনেও মিথ্যার সঙ্গ দিয়ে চলেছে শুধুমাত্র তাদের জন্য ….

এখানে আপনার মন্তব্য রেখে যান