যে কপাল মাঝ রাতে জায়নামাজে
বারে বার সেজদায় ওঠে নামে
সে কপাল ফেটে আজ রক্ত ঝরে
পিচঢালা পথে এই সংগ্রামে ॥
ছোট্ট যে বুকে ছিল জমানো আশা
মানুষের মত এক মানুষ হবে
সে বুকের তাজা খুন পথের মাঝে
হায়েনার নৃত্য সে নীরব শবে ॥
নিভে যায় কত মার আশার প্রদীপ
কতটা বাবার চোখে আঁধার নামে। ঐ
কোরানের ছোয়া পেয়ে যেই দু’টি হাত
সত্যের পথে ছিল নিয়োজিত
সেই হাত আজ হল নীরব-নিথর
আজো সেই পথ আছে অবারিত ॥
শুধু সেই পথিকের পথ চলা নেই
সকালেই আজ বুঝি সন্ধ্যা নামে। ঐ
এখানে আপনার মন্তব্য রেখে যান