তোমাকে দেখলে মাটি কেনো জানি মনে হয়

তোমাকে দেখলে মাটি কেনো জানি মনে হয়
আবারো খুড়তে হবে নতুন কবর,
আবারো বলতে হবে কাছে কোনো এক মার
সুতো কাটা ঘুড়ি তার ছেলের খবর ॥

জীবনের পথে পথে হেটে হেটে কত জন
ঘুমিয়ে পড়েছে আজ
জেহাদের ময়দানে লড়ে লড়ে কত বীর
ছিনিয়ে শহিদী তাজ॥
ইতি টেনে গেল তার এ পথের সফর।

দরজাতে জানালাতে কতো ভোর আসে যায়
জ্বলে জ্বলে ওঠে তারা আকাশের সীমানায়।
শহীদের স্মৃতিগুলো বুকের মধ্যখানে
প্রেরণা যুগিয়ে যায়॥

আমিও অপেক্ষাতে প্রহর গুনছি আজ
আমাকেও যেতে হবে
এটুকু বাসনা মনে নিজেকে সাজাতে চাই
শহীদের গৌরবে ॥
এছাড়া অন্যভাবে চাইনা অবসর।

এখানে আপনার মন্তব্য রেখে যান