: তোমার মুখের ভাষা সংযত করো
নিজেকে গুটিয়ে রাখো শামুকের মতো
তুমি বড় বেয়াদব হয়েছো পুরুষ
ফাঁসির মঞ্চ দেখে হয়নি কি হুঁশ?
তুমি কেনো নিচু হয়ে বাঁচতে শেখনি
অভদ্র চোখ কেনো রাঙিয়েছো লালে
দেখছো না পা’র তলে মটি নেই কোনো
দেখছো না পানি নেই হালে?
তোমার মুখের ভাষা সংযত করো
নিজেকে গুটিয়ে রাখো শামুকের মতো।
তবুও হাসছো তুমি! হায় হতভাগা,
তুমি কি মৃত্যুকেই জানাবে স্বাগত!!
এখানে আপনার মন্তব্য রেখে যান