তবু তারা জেগে থাকে / সাইফ আলি

: তুমি কেনো রোজ রোজ ঘুমাতে দাওনা,
সবাই ঘুমিয়ে পড়ে রাত নামতেই
তুমি কেনো সারারাত জেগে থাকো বলো
তুমি কেনো ঘুমানোর তালিম নাওনা?

এই ঘন কালো রাতে শেয়ালেরা ছাড়া
আর কেউ জেগে থাকে শুনেছো কখনো?
এই ঘন কালো রাত হুতুমের সাথে
জেগে জেগে কাটানোর খায়েশ তোমার?

( তবু তারা জেগে থাকে সমস্ত রাত
রাতের প্রহরি হয়ে জ্বালিয়ে মশাল;
সব আলো নিভে গেলে, সূর্যের মতো
নিজেকে জ্বালিয়ে ফের আনবে সকাল।)

এখানে আপনার মন্তব্য রেখে যান