ও পাহাড়ি ঝর্ণা তুমি কার নামে গাও গান
কার নামে হয় উদাসী ঐ মেঘমালা আসমান
জানি, আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান…
চাঁদটা যখন লুকিয়ে থাকে মেঘের আড়ালে
যায় পাওয়া যায় কার রহমত হাতটা বাড়ালে
কে সাড়া দেয় সকল সময় হোক না সকাল সাঁঝ
কার ইশারায় কূল খুঁজে পাই হৃদয় জাহাজ
কে সে রহিম-রহমান…
লক্ষ তারা মিটিমিটি কার মধু নাম জপে
কোন চরনে দুনিয়া দারি বীর মুজাহিদ সপে
কার খুশিতে যায় পাওয়া যায় জান্নাতেরই ঘর
কার স্মরণে সুখ খুঁজে পাই ব্যথিত অন্তর
কে সে রহিম-রহমান…
এখানে আপনার মন্তব্য রেখে যান