এ আগুন নিভে গেলে পড়ে থাকবে শুধু কিছু ছাই;
এই সূর্য ডুবে গেলে পড়ে থাকবে আদিগন্ত অথই তিমির;
একটা বিয়েন দিতে না দিতেই সুন্দরী বকনারা কি-করুণ হয়ে পড়বে গাই!
প্রপঞ্চের পৃথিবীতে, প্রিয়তমা, রূপ নয় প্রস্তরের সৌধ-কিরীটিনী;
রূপ চিরদিনই
পউসের দুধসাদা ভোরে ঘাসের ডগায় জমা এক ফোঁটা নীর।
ফৌজদারহাট
২২.১২.২০০১
এখানে আপনার মন্তব্য রেখে যান