মৃত্যু কি আমাদের কাউকেই ফেলে রেখে যাবে?
কণ্ঠ কি চিরদিন বাজবে তুমুল বল মন…
তবু এই মানুষেরা মিছেমিছি মৃত্যুর
করে আয়োজন।
তবু এই মানুষেরা উগ্রতা বুকে ধরে কাটায় জীবন…
মৃত্যু কি আমাদের কাউকেই ফেলে রেখে যাবে?
কণ্ঠ কি চিরদিন বাজবে তুমুল বল মন…
তবু এই মানুষেরা মিছেমিছি মৃত্যুর
করে আয়োজন।
তবু এই মানুষেরা উগ্রতা বুকে ধরে কাটায় জীবন…
এখানে আপনার মন্তব্য রেখে যান