এ এক গ্রহণকাল-
মানুষ আর বিশ্বাস স্থাপন করছে না
নিজের প্রতি
নিজেকে আর আপন মনে করছে না
ক্রমাগত ভেঙে যাচ্ছে নিজের ভেতর
ক্রমাগত বিদ্রোহ করছে নিজের প্রতি
ক্রমাগত যুদ্ধ করছে নিজের সাথে।
হায় সময়-
আমাকে তুমি আর আমার আয়নায়
দেখছো না আমায়।
নিজের বিরুদ্ধে যুদ্ধ করে- কবে
কবে বিজয়ী হবো
কবে বিশ্বাসের সাথে উচ্চারণ করবো
এই যে আমি
আমি একজন মানুষ
আমার একটা ইতিহাস আছে।
এখানে আপনার মন্তব্য রেখে যান