প্রতি মুহূর্তে নেমে আসে যন্ত্রণার কাক
ক্ষত-বিক্ষত করে হৃদয়
কেবল বাঁধগুলো জেগে উঠে
মৃত্যুর হাতছানি দিয়ে
ভাটিতে শূন্য হয় তৃষ্ণার নিয়ামক
তবু প্রবল আগ্রহে চোখ মেলে দেখি
আকাশে বর্ষার চিহ্ন।
প্রতি মুহূর্তে নেমে আসে যন্ত্রণার কাক
ক্ষত-বিক্ষত করে হৃদয়
কেবল বাঁধগুলো জেগে উঠে
মৃত্যুর হাতছানি দিয়ে
ভাটিতে শূন্য হয় তৃষ্ণার নিয়ামক
তবু প্রবল আগ্রহে চোখ মেলে দেখি
আকাশে বর্ষার চিহ্ন।
এখানে আপনার মন্তব্য রেখে যান