সোনালি হৃদয় / সায়ীদ আবুবকর

আমি এক দেখেছি নারীকে,
যাকে নিয়ে অজস্র কবিতা কবিরা গিয়েছে লিখে,
যুবকেরা দিকে দিকে যার নামে আজও অন্ধ হয়,
পাথরের মতো তার সোনালি হৃদয়।

ফৌজদারহাট
১০.১১.২০০১

এখানে আপনার মন্তব্য রেখে যান