আমি সেই প্রেরণার বাতিঘর হবো / সাইফ আলি

আমি তার দুই চোখ হবো
কি ভাবে সে দ্যাখে এইসব,
কিভাবে সে ভুলে যায় আমাদের ভুল
ক্ষমা করে দিতে পারে এতো সহজেই…!!
আমি তার হবো দুই কান,
তারপর মিনারের শুনবো আজান
অমৃতের মতো নাকি লাগে তার কাছে
ঘুমক্লান্ত সকালের এই আহ্বান!
আমি তার পদচিহ্ন ধরে
হেটে হেটে বুঝে নেবো এ পথের সুখ,
আমি সেই প্রেরণার বাতিঘর হবো
হতাশ সকালে যার হয়না অসুখ।

এখানে আপনার মন্তব্য রেখে যান