ইশকের বয়ান / আফসার নিজাম

১.
জুলেখা আঁধারে ঝড় হয়
ছিঁড়ে যায় লজ্জা
পড়ে থাকে সবুজ শার্ট
সেলাই বিহীন।

২.
তুলতুলে রাত বেয়ে নেমে আসে
আয়েশা রাত
আঁধারের বুকে জ্বলে
নুরের গেলাফ।

৩.
দৃষ্টির মেঘ হয়ে উড়ে আসে
রাবেয়া সময়
জিকিরে জিকিরে ভাসে তার
ইশকের বয়ান।

এখানে আপনার মন্তব্য রেখে যান