যারা ফুল বলে তারা ভুল বলে আমি বলি তুমি বিষ
যারা শশী বলে তারা বেশি বলে আমি বলি তুমি ছুরি
যে-ছুরি হৃদয় তরমুজ কাটে এ-বুকে অহর্নিশ
যারা মৃগ বলে তারা যে বাচাল আমি বলি তুমি মশা
যে-মশা প্রণয় ম্যালেরিয়া বোনে জীবনের মাঠেঘাটে
যার উৎপাতে আমাদেরও হয় মজনুর মতো দশা
কবে তুমি ছিলে শান্তিকুসুম, শান্তিহরিণ, নারী?
কে তোমাকে বলে সুখকবুতর, আনন্দ রাজহাঁস?
তুমি যে আগুন, দুঃখএসিড, নির্বোধ তরবারি
সুখখেকো নীল রাহুগ্রাস তুমি, শান্তিসর্বনাশ!
রামভদ্রপুর
২১.১২.১৯৯১
এখানে আপনার মন্তব্য রেখে যান