মরে মরে যারা বাঁচতে শিখেছে / সাইফ আলি

মরে মরে যারা বাঁচতে শিখেছে তাদের কিসের ভয়?
তারাতো নিরবে দলে যেতে পারে সব বাধা সংশয়।
যারা কারাভোগে বীরের তৃপ্তি পায়
যারা ঠিক ঠিক চিনে নিতে পারে ন্যায় আর অন্যায়
তাদের জন্য কাটার এ পথ কঠিন কিছুতো নয়-
মরে মরে যারা বাঁচতে শিখেছে তাদের কিসের ভয়?

যে মন পেয়েছে মধ্যরাতের গোপন মিরাজে সুখ
যে চোখ খুঁজেছে আলো-আঁধারের মালিকের আশ্রয়
যে হাত কেঁপেছে বুকের দমকে তাহাজ্জুদের পর
যে জন দেখেছে প্রার্থনারত নতুন সূর্যদয়
তার কিসে আর মোহ থাকে বলো
তার কি সে থাকে লোভ…
সত্যের পথে চলে অবিরাম তার চির বিক্ষোভ…।
যে মাথা নুয়েছে সেজদায় সে কি জালিমের করে ভয়?
বুলেটে বারুদে মিশে যাবে তবু মাথা নুয়াবার নয়।

এখানে আপনার মন্তব্য রেখে যান