কাশ্মীর জেগে আছে তবুও / সাইফ আলি

কাশ্মীর কাশ্মীর কাশ্মীর ভিজে আছে রক্তে
কাশ্মীর জেগে আছে তবুও
কাশ্মীর কাশ্মীর কাশ্মীর জালীমের লাল চোখ
মানবে না কোনোদিন মুজাহিদ…

কাশ্মীর ভয় নেই এ রাতের সমাপ্তি ঘটবেই
বুলেটের পাশাপাশি বিজয়ের সূর্যটা ওঠবেই
পাজরের ক্ষত থেকে যে নদীর শুরু হয়
তামাম ভাসায়ে নেয় সে নদী,
যে চোখ যায় না নিভে অত্যাচারের ভয়ে
সে চোখ নামাতে পারে কেউ আর?
কাশ্মীর কাশ্মীর কাশ্মীর জেগে ওঠে বার বার…

জালিমেরা কথা বলে বুলেটের হুঙ্কারে
একদিন মুছে যাবে হাকডাক,
কাশ্মীর ভিজে আছে, জেগে আছে কাশ্মীর;
জেগে থাক………..