বৃক্ষমানবী / সায়ীদ আবুবকর

সে যেন মানবী নয়
মায়াবি একটি বৃক্ষ
মাথাতে ধরেছে মেঘ
দুচোখে অন্তরীক্ষ

ধরেছে হৃদয়কেন্দ্রে
সোনার দুটি দাড়িম্ব
জঠরে সূর্যোদয়
নাভিতে মোতির ডিম্ব

দু-ঊরুর জোড়শাখায়
ধরেছে সাত সমুদ্র
ধরেছে ভাগাঙ্কুরে
একটি বদ্বীপ ক্ষুদ্র

বসন্তের এক রাত্রে
মাতাল শুক্লপক্ষে
স্বর্ণালি তার পা দুটি
শিকড় গাড়ে এ বক্ষে

ফৌজদারহাট
১০.৮.২০০১

এখানে আপনার মন্তব্য রেখে যান