সমুদ্রের চেয়ে হয় নদী কি গভীর,
কোন্ গাঙে তার চেয়ে বেশি জল ধরে?
কোথায় উপমা তার, প্রেমান্ধ কবির
হৃদয়কে যে-যন্ত্রণা তোলপাড় করে?
কবি ছাড়া আছে কার আকাশহৃদয়?
হৃদয় আকাশে কার নক্ষত্রের ভিড়?
ভালবেসে কার বুক আরণ্যক হয়,
প্রণয়ের বৃক্ষে বৃক্ষে হয় সুনিবিড়?
ওড়ো পাখি এ আকাশে, বসো এই বনে
থাকো এ হদয়দেশে রানীর সমান
তারপর যত সুর জমে আছে মনে
সব সুর ঢেলে দিয়ে গাও প্রেমগান
সমুদ্রের চেয়ে নদী হয় না গভীর
তোমার নিবাস হোক হৃদয় কবির
পাকশিয়া, শার্শা
২২.৬.১৯৯৭
এখানে আপনার মন্তব্য রেখে যান