চাল নেই চুলো নেই… / সায়ীদ আবুবকর

চাল নেই চুলো নেই কড়ি নেই গাঁটে
চুরির মুরদ নেই, এমনই মরদ
বিশ্বের ভাবনা ভেবে তারই দিন কাটে
মানুষের জন্যে তারই অথই দরদ

কখনও দৈবাৎ যদি এক ইঞ্চি হাঁটে
দুই ইঞ্চি নেয় তবে পিছিয়ে কদম
পাছে পা-র তলে পড়ে জান কার ফাটে!
কে সেই দুর্ভাগা, স্যার? সে এই অধম।

এখানে আপনার মন্তব্য রেখে যান