লাশেরাও কথা কয়
লাশেরাও বিদ্রোহী হয়ে ওঠে সময়ে-সময়
তোমরাই বুঝতে পারো না।
কাশ্মীরী লাশ দ্যাখো
দগদগে ক্ষতে তার জ্বলে আছে যেই দাবানল,
একদিন সেও ঠিক বিদ্রোহী হবে;
তারছেঁড়া জালিমের ঘাঁড় ছেঁড়া সময়ের দাবি,
সে সময় বহুদূরে নয়।
বিশ্বাসী লাশেদের লাশ বলে ভুল করে বসো;
তোমাদের চামড়ার চোখ,
কোনোদিন সূর্য দেখে না, দেখে শুধু সূর্যের আলো।
ইতিহাস ঘেটে দ্যাখো লাশেদের মিছিলের শেষে
বার বার বিজয়ের বহর এসেছে-
এখানে আপনার মন্তব্য রেখে যান