তারা আর ঘুমাতেই যায় না কখনো!! / সাইফ আলি

13726737_619251768238656_4807041807554692039_n

ধুয়ে ফেলো,
এ রক্ত যদি লেগে থাকে
ঘুমাতে দেবে না।
এ রক্ত যতটুকু ভেজাবে জমিন
কামারের হাপড়ের মতো
ফুশে ফুশে উঠবেই জানি,
এ রক্ত কোনোদিন ঘুমাতে দেয়নি-
মানুষতো বিছানায়ও মরে
সেই মরা ঘুম থেকে জাগে না কখনো,
আর যারা রাজপথে গরম রক্ত ঢেলে মরে
তারা আর ঘুমাতেই যায় না কখনো!!