যখন বাগান ছিলো / সাইফ আলি

যখন বাগান ছিলো বয়ে চলা নদী ছিলো বুকে
তখন জঞ্জাল ছিলো খামাখা জোয়ার ছিলো ভেবে
বাগান করলে ছাফ নদীতেও বাঁধ দিলে তুমি
এখন ভাবছো কিসে; এখন কাঁদছো কেনো প্রিয়?

কোকিলের প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আজ
যদি বসন্ত তোমার নিমন্ত্রণ ভুলে যেয়ে থাকে
তবে পিয়ানো বাজাও প্রিয় কোকিলের সুরে সুরে
কৃষ্ণচূড়ার হাসি; সেটাও পাবে ঘরের ভেতরে।

যখন ঘাসের বুকে জমে ছিলো শিশিরের কণা
কাশের শুভ্রতা ছিলো নদীটার দুই কূল জুড়ে
তখন তা ছিলো বেশি আদিম সেকেলে আর গেঁয়ো
এখন পিচের বুকে মরীচিকা দেখে কেনো তবে
আফসোস করো এতো প্রিয়? তোমার সভ্যতা আজ
প্রাণঘাতী গ্যাস হয়ে বাতাসের বুকে ভেসে যায়-

এখানে আপনার মন্তব্য রেখে যান