পাখির তো কোনো দেশ নেই, মাছের তো কোনো দেশ
নদীরা মানে না কোনো সৈন্য ও সীমান্ত
উঁচানো বন্দুক আর পরাক্রান্ত রাজাবাদশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীরা
সমুদয় কাঁটাতার ছিুঁড়েখুঁড়ে নিয়ে, ছুটে চলে বেপরওয়া ভালবাসার মতো
ও মানুষ, কোন্খানে পেলে তুমি সীমান্ত ও সীমান্তপ্রহরী?
ফকিরেরপুল
২৫.৮.১৯৯৮
এখানে আপনার মন্তব্য রেখে যান