বললেই বলা হয়ে যাবে
তার চেয়ে ভালো হয় যদি
আরো কিছু সময়ের হিসেব না থাকে;
এ সময় ভুলে যাবে তোমাকে-আমাকে।
বাঁশপাতা বাঁশি হলে তুমি হও সুর
সাক্ষ্যি থাকুক এই ভরা রোদ্দুর-
নদীর স্রোতের মতো তুমি যদি হও
আমার দু’কূল ছুঁয়ে বও তুমি বও…
বললেই বলা হয়ে যাবে
তার চেয়ে ভালো হয় যদি-
না বলা আকাশ জুড়ে ভেসে থাকে
কথাদের ভরাট জলধি;
বৃষ্টি তখন শুধু ঝরাটাই বাকি…
মন্তব্য করুন