আমি কেনো তোমাদের মিছেমিছি সে আশায় ভাসাবো বলোতো
যে আশার সমুদ্রে পাল তুলে আজো কেউ পায়নি কিনার;
আমি কেনো মিছেমিছি জাগাবো তোমাকে মাঝরাতে
যখন ঘুমিয়ে থাকে সুরের মিনার!!
আমার তো জেগে থাকা চিন্তাক্লিষ্ট মানুষের মতো নয়,
আমার তো জেগে থাকা প্রেমিকের মতো,
ভালোবেসে….
চোখের পানিতে….
ভাসিয়ে ভাসিয়ে প্রিয় সেজদার ভুঁই!!
আমি কেনো তোমাদের মিছেমিছি এই গান শোনাবো বলতো
যে গানের কথাগুলো বাতুলতা ছাড়া কিছু নয়,
আমি তো প্রেমিক হতে উঠে পড়ে লেগে গেছি তাঁর
এ চোখ দেখেনি যাঁকে, একক এবং নিরাকার।
এখানে আপনার মন্তব্য রেখে যান