মুখর মূর্খেরা বুনো পায়রার মতো আজ বাকবাকুম বাকুম করে
পৃথিবীর নাচঘরে।
যত কথা উড়ে ফেরে বিরুদ্ধ বাতাসে, কেবলই নষ্টকথা; সে-কথার তোড়ে
সভ্যতার সমুদয় সত্য ও সুন্দর চুরুটের ধোঁয়ার মতন ওড়ে;
ওড়ে স্বপ্ন, ওড়ে স্মৃতি, ওড়ে কবিতাকুসুম, ওড়ে শিল্প ও শুদ্ধতা-
আর তত বানের পানির মতো বেড়ে চলে কথা, বাড়ে মহামূর্খদের মহাপ্রগল্ভতা।
আজ আমাদের স্কন্ধের উপর বসে আছে পা ঝুলিয়ে অসহ্য, অদ্ভুত
অসংস্কৃত যত ভূত;
আজ আমাদের মাথার উপর বসে করে নাচানাচি
দেঁতো যত মাছি;
আজ আমাদের সত্তার ভেতরে বসে করে প্যাংপ্যাং
যত ধেড়ে ব্যাঙ।
আমাদের সব সুখ কেড়ে নিয়ে, স্বস্তি কেড়ে নিয়ে, কেড়ে নিয়ে ভালবাসা, স্বপ্ন আর ঘুম
মুখর মূর্খেরা বুনো পায়রার মতো করে বাকবাকুম বাকবাকুম।
ফৌজদারহাট
২১.১.২০০৩
এখানে আপনার মন্তব্য রেখে যান